দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে এ বছর সর্বোচ্চ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ২০১ জন। নতুন ডেঙ্গু রোগী নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জনে। চলতি বছরে ডেঙ্গুজ্বরে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৩৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৯৬ জন এবং ঢাকার বাইরে ৪১ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২৩৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬০১ জন এবং ঢাকার বাইরে ১১১ জন।
এতে আরো বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০শে আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৫ হাজার ৯৩০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৫ হাজার ১৯৮ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু হয়েছে।

