চৌগাছায় স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

আরো পড়ুন

যশোরের চৌগাছায় সাহিদা খাতুন (২৭) নামে এক কোল্ডস্টোর শ্রমিককে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যাওয়া সেই স্বামী সেলিম মন্ডলকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।

সেলিম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈদ্যনাথতলা চর নিয়ামতপুর গ্রামের মৃত নজির মালিথার ছেলে। কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

একই সাথে হত্যায় ব্যবহৃত দড়ি উদ্ধার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করলে সেলিম স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।

উল্লেখ্য, চৌগাছা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার (ব্র্যাক অফিস পাড়া) একটি ভাড়া বাড়িতে থাকতেন স্বামী স্ত্রী। এক পর্যায় সেলিম তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সাহিদা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে। এ ঘটনার সাহিদার বাবা বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করেন।

মামলার পরই পুলিশ অ্যাকশানে নামে। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারী স্বামীকে আটক করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ