যশোর সদরে ও ঝিকরগাছায় ডাকাতির সময় হত্যা ও মালামাল লুটের সাথে জড়িত মোদাচ্ছের রহমান নামে আরেক আসামিকে বাগেরহাট থেকে আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে ৩০ বালতি চোরাই মবিল উদ্ধার করা হয়েছে। যার দাম দুই লাখ চার হাজার টাকা।
এর আগে আটক ১২ জনের মধ্যে রিমান্ডে নেয়া চারজনের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক মোদাচ্ছের খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুর রহিম গাজীর ছেলে।
বর্তমানে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দোনা গ্রামের পঞ্চকরণ হাকীম মেম্বারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
যশোর ডিবি সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট গভীর রাতে ঝিকরগাছা উপজেলা শহরের কৃষ্ণনগর রাজাপট্টি বাজারে নৈশ প্রহরীকে হত্যা করে ‘ঝিকরগাছা অটো ইলেক্ট্রিক্যাল ওয়ার্কসপ’ থেকে প্রায় আড়াই লাখ টাকার ব্যাটারি লুটপাট করে। এছাড়া যশোরে আরো তিনটি দোকানে ডাকাতি করা হয়। পরে পুলিশ এসব ঘটনার সাথে ১২ জনকে আটক করে। একই সাথে আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। তাদেরমধ্যে চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে আরো এক আসামি আটক হয়।

