যশোরে জেলি পুশ করা ৫০০ কেজি চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চিংড়ি মাছের মালিকদের নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ক্ষতিকর চিংড়ি মাছগুলো ধ্বংস করা হয়।
র্যাব-৬ কোম্পানি কমান্ডার লে. ক. এম নাজিউর রহমান জানান, র্যাবের কাছে গোপন খবর ছিলো সাতক্ষীরা থেকে একটি ট্রাকে করে চিংড়ি মাছের শরীরে জেলি পুশ করা অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। রাত সাড়ে ১১ টায় র্্যাবের একটি টিম চেকপোস্ট বসান। ট্রাকটি আসলে তল্লাশি করে ৩৩টি ককসিট ভর্তি মোট ৫০০ কেজি চিংড়ি পান।
এসময় যশোর সদর উপজেলার মৎস্য কর্মকর্তা (পরিদর্শক) ও মান নিয়ন্ত্রক লিপ্টন সরকার নিশ্চিত হন। চিংড়ি মাছের শরীরে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা। যা মানসম্মত না ও মানবদেহের জন্য ক্ষতিকর।
এসময় ভ্রাম্যমাণ আদালত ২০০৮ সালের মৎস্য পণ্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ আইন ৪(৫) ধারায় ওই চিংড়ি মাছের মালিক সাতক্ষীরার শ্যামনগরের রোকনকে ৬০ হাজার, দেবহাটার পারলিয়ার হাসানকে ৩০ হাজার ও রোকনকে ১০ হাজার মোট এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন।
লে. ক. এম নাজিউর রহমান আরো বলেন, আদায়কৃত ওই টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এবং চিংড়ি মাছগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।

