যশোরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আরো পড়ুন

যশোরে ইয়াবাসহ বাপ্পি নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের মোদাচ্ছের মোল্লার ছেলে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০ টার দিকে সদর উপজেলার বসুন্দিয়ার ঘুনি গ্রামের মিরখালী পাড়ার মোকসেদ মোল্লার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামান ঘুনী মীরখালীপাড়ায় পৌঁছান। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে বাপ্পি দৌড়ে পালানোর সময় এএসআই পিয়ারুল ইসলামসহ উপস্থিত পুলিশের কয়েকজন বাপ্পিকে ধরে ফেলে। এসময় বাপ্পির শরীর তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা জব্দ করে।

বাপ্পি দীর্ঘদিন বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে। বাপ্পিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১ ) সারণির ১০(ক) মামলা দিয়ে ওই রাত ১১টার সময় কোতোয়ালি মডেল থানায় প্রেরণ করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ