উৎপল দে, কেশবপুর: যশোরের কেশবপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর উদ্যোগে ৪টি শিক্ষামূলক ক্লাব গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, স্পোর্টস ক্লাব ও ভলান্টিয়াস ক্লাব গঠন করা হয়েছে। এই শিক্ষামূলক ক্লাব গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের ওই চারটি বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে।
এর আগে সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন কৌশলে আনন্দে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান।
প্রশিক্ষণে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকর্ণ কুমার ঘোষ, শিক্ষক কামরুজ্জামান লাল্টু, মেহেদী হাসান, আফরোজা পারভীন, আব্দুল গফুর, মিজানুর রহমান ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু।

