গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫৩ জন। সোমবার (২২ আগস্ট) আক্রান্তের সংখ্যা ছিল ১৩৯ জন। এ বছর এখনো পর্যন্ত এত রোগী একদিনে আর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, হাসপাতালে ভর্তি ১৫৩ জন নতুন রোগীর মধ্যে ১০৭ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৪৬ জন। এছাড়া চলতি বছরে এপর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন। আর আগস্ট মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৪৩০ জন,আর বাকি ৮৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৭৭২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ২৩৭ জন।
প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

