যশোরে ১৪ বয়সী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গত রবিবার রাতে সদর উপজেলার হৈবতপুরের বালিয়াডাঙ্গা গ্রামের মাঠের ভেতর এঘটনা ঘটে।
ধর্ষিতা সাংবাদিকদের বলেন,ফেসবুকে সাগর নামে এক যুবকের সাথে তার পরিচয় হয়। এরপর প্রায়ই সময় সে তাকে দেখা করতে বলত। রবিবার রাতে তাকে ( ধর্ষিতাকে) দেখা করতে বাধ্য করে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর মাঠের মধ্যে নিয়ে সাগর ধর্ষণ করে।কিশোরীর মা জানান, মেয়ের বিলিডিং বন্ধ হচ্ছে না। সেই কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন,তাকে চিকিৎসার জন্য ভর্তি করে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে।
কিশোরীর শরীর থেকে নমুনা নেয়া হবে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানানো হবে।
জাগো/আরএইচএম

