যশোরে ইজিবাইক চালকদের ভাড়া বৃদ্ধির ঘোষণা,  যাত্রীদের ক্ষোভ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক :  আগামী ১সেপ্টম্বর থেকে যশোর শহরে চলাচলকারী ইজিবাইকের নতুন ভাড়া নিধারণ করেছে জেলা ইজিবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি। সোমবার (২২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এদিকে ভাড়া বৃদ্ধির খবর শুনে ক্ষোভ প্রকাশ করছেন প্রতিনিয়ত ইজিবাইকে চলাচলরত যাত্রীরা। অন্যদিকে ভাড়া কার্যকরের নির্ধারিত তারিখের আগেই ইজিবাইক চালকরা জোরপূর্বক বাড়তি ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ করছেন যাত্রীরা।
সংবাদ সম্মেলনে কমিটির সাধারণ সম্পাদক শামীমুজ্জামান শামীম লিখিত বক্তব্যে বলেন, আগামী পহেলা সেপ্টেম্বর থেকে শহরের মধ্যে  চলাচলকারী ইজিবাইকের নতুন ভাড়া কার্যকর করা হবে। দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে নানা প্রতিকূলতার মধ্যে যশোর শহর ও শহরতলীতে স্বল্প আয়ের সাধারণ মানুষের চলাফেরায় আমরা সেবা দিয়ে চলেছি। দেশে জনসংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থানের অভাবে বেকারত্ব বৃদ্ধি, সহজলভ্য যাতায়াত ব্যবস্থার ঘাটতিসহ বহুবিধ কারণে কোন কোন সময়া যানজটের সৃষ্টি হয়ে থাকে। বলা যায় ইজিবাইক মানুষের চলাচলে সস্তা এবং গতিসম্পন্ন। বহু শিক্ষিত বেকার এখন আমাদের সঙ্গি হয়েছেন চালক তথা শ্রমিক হিসেবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শুরু থেকেই ইজিবাইকে জনপ্রতি বেশীর ভাগ ক্ষেত্রে ৫ টাকা হারে ভাড়া নিয়ে আমরা যাত্রীদের সেবা দিয়ে আসছিলাম। কিন্তু বর্তমানে জ্বালানী তেলসহ বিদ্যুতের মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের অগ্নীমূল্য, চিকিৎসা, শিক্ষার ব্যয় বৃদ্ধিসহ ইজিবাইকের যন্ত্রাংশ টায়ার টিউব, রক্ষনাবেক্ষনে ব্যাপক খরচ বৃদ্ধি পাওয়ায় আমাদের পক্ষে বর্তমান ভাড়ায় আর পরিবহন সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আমরা আমাদের সংগঠনের সাধারণ সভায় আলোচনা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করেছি। গৃহীত প্রস্তাব গত ৩০ জুন যশোর পৌর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক, মালিক সংগঠনকে লিখিতভাবে অবহিত করেছি।  ভাড়া বৃদ্ধি করে আমাদের শ্রমিকদের পরিবারের বর্তমানে মানবেতর জীবন থেকে একটু স্বস্তি দিতে চাই।
নতুন ভাড়ার তালিকায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক পালবাড়ি হতে মনিহার পর্যন্ত ২০ টাকার ভাড়ার জয়গায় ৫ টাকা বৃদ্ধি করে ২৫ টাকা, হাসপাতাল মোড় হতে নিউমার্কেট পর্যন্ত ৫ টাকার ভাড়ার জায়গায় আরও ৫ টাকা বৃদ্ধি করে ১০ টাকা, ধর্মতলা হতে রাজ্জাক কলেজ মোড় পর্যন্ত ৫ টাকার ভাড়ার জায়গায় আরও ৫ টাকা বৃদ্ধি করে ১০ টাকা এবং হাসপাতাল মোড় হতে মনোহরপুর এয়ারপোর্ট পর্যন্ত ২০ টাকার ভাড়ায় ৫ টাকা বৃদ্ধি করে ২৫ টাকা করা হয়েছে। এ ছাড়া শহরের মধ্যে প্রতিটি রুটে ইজিবাইকের ভাড়া ৫-১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি জালাল সর্দারসহ নেতৃবৃন্দ।
এদিকে, শহরের বিসিএমসি কলেজের শিক্ষার্থী সামাদ বলেন, ‘আমি প্রতিদিন পালবাড়ি থেকে ইজিবাইকে ২০ টাকা দিয়ে কলেজে যাতায়াত করি। সেখানে এখন প্রতিদিন ৫ টাকা করে বেশি ভাড়া গুনতে হবে। শুনেছি পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এ বর্ধিত ভাড়া। কিন্তু এখনই অনেক চালকরা বর্ধিত ভাড়া দাবি করছেন।’
রাজ্জাক কলেজের শিক্ষার্থী মাহিয়া মহুয়া বলেন, ‘ধর্মতলা থেকে কলেজ পর্যন্ত ৫ টাকার ভাড়া ১০ টাকা করেছে। এটি কোনভাবে মানতে পারছি না। শিক্ষার্থীদের জন্য একটু সিথিল করার প্রয়োজন ছিলো।’
এদিকে শহরের মনিহারে এক রাজমিস্ত্রী নূর আলম বলেন, ‘নিত্যপন্যের দাম বৃদ্ধি, যানবাহনে ভাড়া বৃদ্ধি কিন্তু আমাদের মুজরি বা বেতন তো বাড়ছে না। এভাবে জীবনযাপন করা যায় না।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ