শোবিজের জনপ্রিয় তারকাশিল্পী মোশাররফ করিমের জন্মদিন আজ সোমবার। ১৯৭১ সালের এদিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এদিনে ভক্ত-দর্শকদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। যার প্রমাণ মেলে নেটদুনিয়ায় চোখ বুলালেই।
মোশাররফ করিমের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। এক ফেসবুক পোস্টে স্বামীর উদ্দেশে তিনি লিখেছেন, আমাদের পরম নির্ভরতার আশ্রয় একমাত্র তুমি। আমি আর রায়ান তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমাদেরকে ভালোবাসার আর কেউ নেই। আমাদের জীবদ্দশায় আল্লাহ যেন তোমার ভালোবাসার ছায়ায় আমাদের রাখেন- এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। শুভ জন্মদিন বটবৃক্ষ, রায়ান আর রায়ানের মায়ের পক্ষ থেকে।
মোশাররফ করিমের পৈত্রিক বাড়ি বরিশালে। স্কুল থিয়েটারে তার অভিনয়ে দক্ষতার জন্ম হয়। ১৯৮৬ সালে মাধ্যমিক পাশ করে বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খানের নাট্যকেন্দ্র অভিনয় শুরু করেন তিনি।
১৯৯৯ সালে এক খণ্ড নাটক ‘অতিথি’র মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে মোশাররফ করিমের। সেই থেকে এখন পর্যন্ত অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়ে যাচ্ছেন তিনি। আর ২০০৪ সালে তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এই অভিনেতা। এরপর একে একে ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’, ‘অজ্ঞাতনামা’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। মোশাররফ করিম অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’ সাড়া ফেলে দেয় গত বছর।
জাগো/আরএইচএম

