ইমরান খান আগাম জামিন পেয়েছেন

আরো পড়ুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) পর্যন্ত অন্তর্বর্তীকালীন আগাম জামিন পেয়েছেন। আজ সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের আবেদনের পর তা মঞ্জুর করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনে এজহার দায়েরের পর পিটিআই আইনজীবী ফয়সাল চৌধুরী এবং বাবর আওয়ান রবিবার রাতে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে আবেদনটি দাখিল করেন।

আবেদনে বলা হয়েছে, ইমরান খানের অতীতে কোনো অপরাধের রেকর্ড নেই এবং কখনো কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হননি।

গতকাল রাতে ইসলামাবাদের মারগালা থানায় দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট আলী জাভেদ পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে এজাহারটি দায়ের করেন। এতে বলা হয়, ইমরান খান তার বক্তৃতার মাধ্যমে জনগণের বিরুদ্ধে উত্তেজনা ও সন্ত্রাস ছড়িয়ে দিয়েছেন।

এজহার দায়েরের পরই ইমরান খানকে যেকোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে বলে গুঞ্জন উঠে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ