নড়াইলে নাকসী-মাদরাসা বাজারে পাচারকৃত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য আটক করেছে স্থানীয় জনতা।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, ৫০ কেজি চিনি ও ৭৭ কেজি ডাল।
জানা গেছে, ঘটনার সাথে আউড়িয়া ইউনিয়ন পরিষদের দুইজন মেম্বর জড়িত।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (২০ আগস্ট) আউড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের চত্বরে ন্যায্যমূল্যে কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। সারাদিন পণ্য বিক্রয়ের পর এদিন সন্ধ্যার পর কিছু পণ্য ভ্যান যোগে অন্যত্র নেয়ার সময় স্থানীয় জনতার সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদে ভ্যানচালক আউড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আব্বাস আলী এবং ৬ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান ওইসব পণ্য নাকসী বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বলেছে জানায়। তখন স্থানীয় জনতা এসব চিনি ও ডাল আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত চিনি ও ডাল আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশের জিম্মায় দিয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান এসএম পলাশ জানান, বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রশাসন হয়তো আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

