জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ নানা অজুহাতে মাত্র দুই সপ্তাহে বড় বড় কোম্পানি ৫০০ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন প্রান্তিক খামারিরা। কিন্তু সে কথা মানতে নারাজ পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পোল্ট্রিখাতে সমস্যা থাকলেও গরমের কারণে ডিমের উৎপাদন কম হয়েছে বলে দাবি তার। ডিম ও মুরগি নিয়ে সিন্ডিকেটের যে কথা উঠেছে সেটাও মানতে চান না প্রতিমন্ত্রী।
রবিবার (২১ আগস্ট) অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পোল্ট্রি খাতে কিছুটা সমস্যা হতে পারে। কারণ এখন অনেক গরম পড়ছে। এতে ডিম উৎপাদন কমে যায়। ৫০০ কোটি টাকা পোল্ট্রিয়ালারা নিয়ে গেল কথাটি ঠিক নয়। কারণ এটা একটা ব্যবসা।
প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের ঠিক একদিন আগে দেশের ডিম ও মুরগির বাজার মাফিয়া চক্রের হাতে অভিযোগ করে দেশের প্রান্তিক খামারি ও ডিলারদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন।
তারা দাবি করেছে, একটি মাফিয়া চক্র গত ১৫ দিনে ডিম ও মুরগির বাজার থেকে ৫১৮ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটি পরিকল্পিতভাবে ডিম, মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে এ টাকা লোপাট করেছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দেশে অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে ডিম ও ব্রয়লারসহ সব ধরণের মুরগির দাম হঠাৎ করে বেড়ে যায়। ২০০ টাকা ছাড়িয়েছে ব্রয়লার মুরগির দাম, আর ব্রয়লার মুরগির ডিমের হালি কিনতে হয়েছে ৫৫ টাকায়। যা নিয়ে তীব্র সমালোচনা হয়।
৫০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার সংবাদ নিয়ে গণমাধ্যমকর্মীদের কিছুটা দায় চাপিয়ে দেন প্রতিমন্ত্রী শামসুল। বলেন, তাহলে আপনারা বাজারকে কাজ করতে দেবেন না। তারা তো চুরি করে নাই, দাম বাড়ছে। আমাদের মনমানসিকতা হলো ব্যবসায়ী মানেই খারাপ। ব্যবসায়ী মানেই সিন্ডিকেট করে। ব্যবসায়ী সচেতন না হলে কি হবে? এরা কিভাবে সিন্ডিকেট করবে। আর এতোই যদি লাভ হবে তাহলে সবাই ডিমের ব্যবসা শুরু করতো।
তিনি বলেন, কিছুটা আশঙ্কাবাদী অর্থনীতিবিদের মতো আমাদের সম্মানিত সাংবাদিকরাও আশঙ্কায় ভোগেন। ৫০০ কোটি টাকা নিয়ে গেছে কথাটা ঠিক নয়।
আয়োজক সংগঠনের ইআরএফ সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান, বাংলাদেশের নিট পোশাক খাতের শীর্ষ সংগঠন বিকেএমই’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের ব্যারিস্টার নিহাদ কবির, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালক আবুল কাসেম খান প্রমুখ।

