যশোরের অভয়নগরের নওয়াপাড়া নদী বন্দর থেকে মিন্টু তরফদার (৬০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে নওয়াপাড়া নদীবন্দরের তালতলা এলাকার সরকার ট্রেডার্সের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিন্টু তরফদার অভয়নগরের বেঙ্গলগেট এলাকার মৃত মুসা তরফদারের ছেলে। তিনি ওই সরকার ট্রেডার্সের দায়িত্বরত নৈশপ্রহরী।
স্থানীয়রা জানান, শনিবার সকালে আকিজ জুট মিলের সামনে সরকার ট্রেডার্সের কয়লা ঘাটের একটি কক্ষে মিন্টু তরফদারের গলায় গামছা পেঁচানো, রক্তাক্ত মরদেহ দেখতে পায় ওই সরকার ট্রেডার্সের ম্যানেজার হাবিবুল্লাহ এবং স্থানীয়রা।
স্থানীয়রা এ সময় অভয়নগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মিন্টুর মরদেহ উদ্ধার করে। এদিকে স্থানীয়রা এবং পুলিশ ধারনা করছে মিন্টুকে কেউ পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধে হত্যা করেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, নৈশপ্রহরী মিন্টুর মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

