কুমিল্লায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ৯ সন্দেহভাজন আটক

আরো পড়ুন

কুমিল্লা নগরীর নগর উদ্যানের পাশে রবিউল হাসান শাহাদাত নামের এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়র ৯ সন্দেহভাজন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

এদিকে শাহাদাতকে হত্যার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, শুক্রবার বিকালে শাহাদাতকে কয়েকজন কিশোর তাড়া করছে। তাদের দেখে নগরীর ব্যস্ত নগর উদ্যানের পাশের পথচারীরা ছোটাছুটি শুরু করেন। শাহাদাত বাঁচতে এক বৃদ্ধের আশ্রয় প্রার্থনা করেন। বৃদ্ধকে ডিঙিয়ে ওই কিশোরের ওপরে হামলা করা হয়। হামলাকারীরা চলে গেছে বৃদ্ধ ব্যক্তি মানুষ ও রিকশা ডাকতে থাকেন তাকে হাসপাতাল নিতে।

ওসি বলেন, শাহাদাত হত্যার ঘটনায় আমরা সন্দেহভাজন ৯ জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করছি। বিষয়টি খুবই সেনসেটিভ। তাই জিজ্ঞাসাবাদ করছি। খুব শিগগিরই মূল হোতা ও জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা সিসিটিভি ফুটেজ ও যাবতীয় বিষয় নিয়ে তদন্ত শুরু করেছি। মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, শুক্রবার ছুটির দিন বিকালে নগর উদ্যানের পাশে কাস্টমস অফিস ও আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুলের সামনে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতরা সবাই কিশোর। শাহাদাত নগরীর পুরাতন চৌধুরী পাড়ার হোমিও কলেজের পাশের গাংচর এলাকার বাসিন্দা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ