কয়েক দিনের মধ্যে ডলারের দাম আরো কমে আসবে : পরিকল্পনামন্ত্রী

আরো পড়ুন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের রিজার্ভ তলানিতে নয়, সঠিক স্থানেই আছে। আমাদের রিজার্ভ ভালো আছে, দ্রুত আরো ভালো হবে। ডলারের দামও আরো কমে আসবে।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের রিজার্ভসংক্রান্ত বিষয়ে মন্ত্রী আরো বলেন, আমাদের কর্মঠ প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে প্রচুর টাকা পাঠাচ্ছেন। তাই রিজার্ভ এখন আরো বাড়ছে। ডলারের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডলারের দাম হঠাৎ বৈশ্বিক কারণে বেড়ে ১২০ টাকা হয়েছিল। এখন ডলারের দাম কমেছে। কয়েক দিনের মধ্যে ডলারের দাম আরো কমবে।

দেশের দারিদ্র্যপীড়িত চা শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, দরিদ্র্যরা সব সময় সব স্থানে অবিচারের শিকার হয়। সকল কায়িক শ্রমিকের প্রতি ন্যায়বিচার করা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি চা শ্রমিকদের বেতন কাঠামোতে সংস্কার প্রয়োজন। আমার বিশ্বাস সরকার এ সম্পর্কে সচেতন রয়েছে।

সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে প্রমুখ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ