বাগেরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে লাবিব শেখ (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া নামক স্থানে একটি বটগাছের সাথে লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে লাবিব ও তার সাথে থাকা কিশোর সাদিক শেখ (১৪) গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাবিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন।
নিহত লাবিব খুলনা জেলার বটিয়াঘাটা নারায়নখালী গ্রামের কবির শেখের ছেলে। তারা দীর্ঘদিন ধরে ফকিরহাটে ভাড়া থাকতো। সে ফকিরহাট সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, পরিবারের কারো মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলো ওই দুই শিক্ষার্থী। বাহিরদিয়া এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে একটি বট গাছের সাথে ধাক্কা লেগে তারা গুরুত্বর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক লাবিব মারা যায়।

