নিজস্ব প্রতিবেদক : ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩ জেলার ৫০০ পয়েন্টে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। বুধবার বেলা ১১টায় বোমা হামলার প্রতিবাদে প্রেসক্লাব যশোরের সামনে জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজামান মিঠু’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্যে রাখেন যশোর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ (এমপি),যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক নূরে আলম সিদ্দিকী মিলন, যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবির, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহামুদুল হাসান সুমন, যুগ্ম আহবায়ক শেখ মো. ইব্রাহিম ও কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খাঁন।

উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু,প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন,সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান ঈমাম সাগর, সদস্য প্রদীপ দাস,ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য জোনায়েদ সাকি,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু,সহ-সভাপতি মাসুদুল হাসান,আসাদুজ্জামান সুমন,শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সোহাগ, শাহাজাদা নেওয়াজ, সদস্য শেখ কামরুজ্জামান, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা ঈমন তরফদার,ফারুক হোসেন, সাবেক ছাত্র নেতা এস এম রয়েল,নওয়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মামুনুর রশীদ,নরেন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল ইসলাম, জুয়েল খান, শহরের সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম,শহরের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম সেলিম, ইদ্রিস আলী,রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এম এইচ সোহাগ, যুগ্ম আহবায়ক সেলিম রেজা বাবলু, লিমন, সদস্য রমজান গাজী,ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিন উল্লাহ বিশ্বাস,দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি,আরবপুর ইউনিয়নের আহবায়ক ইস্রাফিল সরদার, যুগ্ম আহবায়ক আহমেদ আলী, সাজ্জাদ হোসেন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহসান ইভেন, যুগ্ম আহবায়ক অনিক আহমেদ, শরিফুলইসলাম, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমাইনুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শুকুর আলী,জেমস সুমন, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা সামসুর রহমান প্রমুখ।

