সাতক্ষীরার দেবহাটার সখিপুরে বালুর ট্রাকচাপায় আখ ব্যবসায়ী আবুল কালাম (৪৫) নিহত হয়েছেন।
বুধবার (১৭ আগস্ট) সকাল ৬ টার দিকে দেবহাটার সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখ ব্যবসায়ী আবুল কালাম সাতক্ষীরার দেবহাটা উপজেলা সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ব্যবসায়ী আবুল কালাম আখ তুলতে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন জমিতে যাচ্ছিলেন। পথিমধ্যে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে পৌঁছালে দেবহাটায় বালু নিতে আসা (খুলনা মেট্রো -ট-১১-২১৩১) একটি ট্রাক পিছন দিক থেকে তাকে চাপা দেয়। ঘটনা আচ করেতে পেরে চালক ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আখ ব্যবসায়ী আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

