বিআরটি প্রকল্পের সবাইকে শোকজ

আরো পড়ুন

রাজধানীর উত্তরার ঘটনায় প্রাথমিক তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিষয়টি উঠে এসেছে। ফলে এ প্রকল্পের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

জানা গেছে, সোমবার (১৫ আগস্ট) উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে বক্সগার্ডার প্রাইভেট কারে পড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দেয়।

বিকেলে সচিবালয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সড়ক বিভাগের সচিব। এ সময় তিনি বিআরটি প্রকল্পের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হচ্ছে বলে উল্লেখ করেন।

সোমবার কোনো নিরাপত্তা বেষ্টনী তৈরি না করে ফাকা রাস্তায় বিআরটির প্রকল্পের গার্ডার সরানোর কাজ চলে। বিকেল সাড়ে তিনটার সেখান দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় বিআরটির ক্রেন বেঁকে গার্ডার পড়ে। এ ঘটনায় ৫ জন নিহত হন।

জানা গেছে, প্রাইভেট কারটি চালাচ্ছিলেন হৃদয়ের বাবা রুবেল মিয়া (৬০)। তিনি নিহত হয়েছেন। নববধূ রিয়ার মা ফাহিমাও (৩৭) মারা গেছেন। নিহত অপর তিনজন হলেন ফাহিমার বোন ঝর্ণা (২৬) এবং তার দুই শিশুসন্তান জান্নাতুল (৬) ও জাকারিয়া (৪)।

হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় তারা সদ্য বিবাহিত দম্পতি। বৌ-ভাতের অনুষ্ঠান শেষ করে স্বজনরা তাদের নিয়ে আশুলিয়ায় বাসায় ফিরছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ