জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাম জোটের হরতাল ২৫ আগস্ট

আরো পড়ুন

জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি এবং পরিবহনভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে আধা বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বাম গণতান্ত্রিক জোটের আহবায়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার এ ঘোষণা দেন।

সকাল ১১টা থেকে রাজধানীর পল্টন মোড়ে জমায়েত হন বাম জোটের নেতা-কর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে এসেছে। তবু সরকার বাড়তি মূল্যের কথা বলে বেশি দাম নিচ্ছে।

সংক্ষিপ্ত সমাবেশের পর পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাম জোটের নেতা-কর্মীরা শাহবাগের দিকে দুপুর ১২টার দিকে এলে সেখানে কাঁটাতার দিয়ে গতি রোধ করেন পুলিশ সদস্যরা। বাম জোটের নেতা-কর্মীরা কাঁটাতার সরাতে গেলে কিছুক্ষণ পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহসম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ।

ডিমের দাম বাড়িয়ে দিয়েছে, যাতে মানুষ ডিম খেতে না পারে। আমাদের জাহান্নামে পাঠিয়ে দিয়ে তারা এখন বেহেশতে থাকতে চায়। তেলের দাম বাড়িয়ে কত লাভ করবেন?

সভাপতির বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের আহবায়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বলেন, ২৪ আগস্টের মধ্যে তাদের দাবি না মানা হলে ২৫ আগস্ট (বৃহস্পতিবার) সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ