আমি এখন একজন গর্বিত মা: পরীমনি

আরো পড়ুন

রাজপুত্রকে নিয়ে দারুণ সময় কাটছে পরী-রাজ দম্পতির। রাজ-পরীমনির ছেলের বয়স আজ চার দিন।সন্তান জন্মের পর থেকে রাজধানীর একটি হাসপাতালে আছেন পরী। ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

গত শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজ বলেন, বাচ্চা ও পরী এখন সম্পূর্ণ সুস্থ আছে। হাসপাতালের বিশেষ কেবিনে আছে। আমি, আমার মা, সন্তান ও পরীর সঙ্গে থাকছি। এর বাইরে চিকিৎসক কাউকে অ্যালাউ করছেন না। ছোট্ট বাচ্চা তো, এ জন্য সাবধানতা অবলম্বন করেই আমরা থাকছি।

তিনি আরো বলেন, পরীমনি সারাক্ষণ বাচ্চাকে আগলে রেখেছে। এক সেকেন্ডও চোখের আড়াল হতে দিচ্ছে না। গত ৯-১০ মাস পরীমনি অনেক কষ্ট করেছে, অনেক ধৈর্য ধরেছে। আমার শুটিং, আমার সিনেমা মুক্তি— সব ম্যানেজ করেও আমি এত দিন তার কষ্ট ভাগাভাগি করতে ছায়ার মতো পাশে থাকার চেষ্টা করেছি। পরী এখন তার নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছে।

সন্তান জন্মের পর পরীমনি সম্পর্কে জানতে চাইলে রাজ বলেন, সন্তান জন্মানোর পর পরী হাসিমাখা মুখে আমাকে বলেছিল— এতদিনের জার্নি শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব। ওই সময় আমি অনেকটাই আবেগময় হয়ে পড়েছিলাম।

তিনি আরো বলেন, পরীমনি মাঝেমধ্যে বলছে তার নাকি এখনো বিশ্বাস হচ্ছে না, তার সন্তান পৃথিবীতে এসেছে। সে একজন মা হয়েছে। বাচ্চা ও মা পাশাপাশি শুয়ে থাকার এত সুন্দর দৃশ্য দেখে মাঝেমধ্যে তার মনে হয় স্বপ্ন দেখছে

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ