খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আরো পড়ুন

খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ আগস্ট) দিনগত রাতে নগরীর হরিণটানা থানার গাজীর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মেজবাহ উদ্দীন।

মেজবাহ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নজরুল ইসলামের ছেলে। একই ঘটনায় মোটরসাইকেলের আরোহী মাসুম বিল্লাহ নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলযোগে দুইজন ব্যক্তি ময়ূরব্রীজ পার হয়ে জয়বাংলা মোড়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ওই এলাকার গাজী মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এ সময় ওই দুইজন গাড়ি থেকে ছিটকে পড়লে ট্রাকের একটি চাকা মোটরসাইকেল চালক মেজবাহের শরীরের ওপর দিয়ে চলে যায়। এর পর ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মেজবাহর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক বলেন, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিলো। সড়ক দুর্ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত ও অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। নিহত মেজবাহ সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার বাসিন্দা। সকালে তারা খুলনায় কাজে এসেছিলেন। কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক ট্রাক বা চালক কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। সর্বশেষ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ