যশোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ১০ সেকেন্ডের মতো স্থায়ী এ ভূকম্পনে লোকজনের মধ্যে কিছুটা আতংক সৃষ্টি হলেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৫টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
পশ্চিমবঙ্গের আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল যশোর শহর থেকে ৯ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

