রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

আরো পড়ুন

রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাজী আব্দুল মান্নান শেখ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন, রাজধানীর শ্যামপুরের গেন্ডারিয়া কাঁচা বাজারের সামনে এঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানায়।

নিহতের ছেলে মাসুম শেখ জানান, নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ডহরি নৌপাড়া গ্রামে। তিনি গেন্ডারিয়া কাঁচাবাজার সংলগ্ন বড় মসজিদে এলাকায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর আলম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত ১টায় ঢাকা মেডিকেলে হাসপাতালে মান্নান শেখ মারা যান।

ওসি জানান, রাতে গেন্ডারিয়া কাঁচা বাজার মসজিদ সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ