চট্টগ্রামের জোড়আমতল বাজারে মাসুদ স্টোর নামে একটি মুদি দোকানের গুদাম থেকে দ্বিতীয় দফায় এক হাজার লিটার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মাসুদ স্টোরে মিলেছে এই তেল।
রবিবার (৭ আগস্ট) রাত নয়টার দিকে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে সয়াবিন তেল উদ্ধার করা হয়।
অবৈধভাবে খোলা বাজারে টিসিবির সয়াবিন তেল বিক্রির দায়ে মাসুদ স্টোরের মালিক মোহাম্মদ মাসুদকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। তাকে সহযোগিতা করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খুরশিদ আলম।

