সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

আরো পড়ুন

সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল মজিদ বিশ্বাস ওরফে নুনু বিশ্বাস (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের ক্লাব মোড় এলকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী আব্দুল মজিদ বিশ্বাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপ গ্রামের বাসিন্দা।

নিহতের ভাতিজা ওহিদুল ইসলাম জানান, চাচা আব্দুল মজিদ বিশ্বাস নিজের ঘেরের মাছ বিক্রি করার জন্য সকালে মোটরসাইকেলে শশুরবাড়ি আবাদচন্ডিপুর যাচ্ছিলেন। পথিমধ্যে আটুলিয়া ইউনিয়নের ক্লাব মোড় এলকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎস্যক ব্যবসায়ী আব্দুল মজিদ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ