১৫-২০ রান বেশি করা উচিৎ ছিল: তামিম

আরো পড়ুন

টানা ১৯টি ওডিআই জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ছিল বাংলাদেশ। গতকালও ৩০৪ রান করার পর কেই বা ভেবেছিল হার নিয়ে ছাড়তে হবে মাঠ! কিন্তু হয়েছে সেটাই। অধিনায়ক তামিম ইকবালের মতে রানটা আরেকটু বেশি হওয়া উচিৎ ছিল বাংলাদেশের।

২৬ ওভারের মাঝেই উদ্বোধনী জুটিতে যখন ১১৯ রান তুলে ফেলে টাইগাররা সেখান থেকে সংগ্রহটা হতে পারত আরও বড়। ৪০ ওভার শেষে হাতে ছিল ৯ উইকেট। সেখান থেকে শেষ ১০ ওভারে মাত্র ৯০ ও শেষ ৩ ওভারে ২২ রান তুলে একরকম হতাশই করেছে বাংলাদেশ।

তামিম বলেন, ‘অবশ্যই আরও ১৫-২০ রান বেশি করা উচিৎ ছিল। ১ উইকেটে ২৫০ রানে ছিলাম আমরা, এরকম পরিস্থিতিতে থাকলে আরেকটু পুশ করতে হয়।’

এই ম্যাচের দল নির্বাচনও জন্ম দিয়েছে প্রশ্নের। প্রতিপক্ষ শিবিরে ডানহাতিদের আধিক্যের পরও বাঁহাতি খেলায়নি টিম ম্যানেজমেন্ট। সর্বশেষ ওয়ানডেতে ৫ উইকেট পাওয়া তাইজুল ইসলাম কেন উপেক্ষিত হলেন সেটাও বোধগম্য নয়।

এ নিয়ে প্রশ্ন করলে কূটনৈতিক উত্তর দিলেন তামিম, ‘এখন চিন্তা করলে মনে তো অবশ্যই হয়। তবে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম আমি এটাকে ভুল বলব না। আগে বল করলে অন্য ব্যাপার ছিল, কিন্তু আমাদের বসে এটা নিয়ে ভাবতে হবে।’

এমন হার মেনে নেওয়া কষ্টকর। তবে ভুল শুধরে শক্তভাবে ফিরে আসার বার্তা দিলেন অধিনায়ক, ‘আমরা শক্তভাবে ফিরে আসতে সক্ষম। যে ভুলগুলো করেছি এটা আমরাও জানি, আপনারাও দেখেছেন, পুরো দেশও দেখেছে। আমাদের সেগুলো শুধরে খুবই শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ