শ্বশুরবাড়ি নদী সাঁতরে যেতে গিয়ে নিখোঁজ জামাই

আরো পড়ুন

নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীতে সাঁতার কেটে শ্বশুর বাড়িতে যেতে গিয়ে ইমান আলী (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ ইমাম আলী উপজেলার চাঁচকৈড় শাহপাড়া এলাকার খয়ের মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য কালাকান্দর ত্রি-মোহনী এলাকায় যান। এসময় ত্রি-মোহনী ব্রিজ ঘাটে নৌকা না থাকায় ইমাম আলী নদী পার হওয়ার জন্য সাঁতার দেন। পরে নদীর মাঝ খানে গেলে স্রোতে তিনি ভেসে যান। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। পরে রাজশাহী ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থল এসে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উদ্ধার কাজ চলছে।

অফিসার শহিদুল ইসলাম জানান, রাজশাহী ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ