যশোরে একাধিক মামলার আসামি পিয়াল পুলিশের খাঁচায়

আরো পড়ুন

যশোরে একাধিক মামলার আসামি আশরাফুল আলম পিয়ালকে চাঁদাবাজি মামলায় আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ আগস্ট) আরবপুর থেকে তাকে আটক করা হয়।

পিয়াল শহরের বেজপাড়া মেইন রোডের রবিউল আলম রবির ছেলে।

বেজপাড়া গুলশান মোড়ের কামরুল হকের ছেলে উপশহর মানসী সিনেমা হল মার্কেটের হাসিব ট্রেডিংয়ের স্বত্বাধিকারী হাসিব রেজা বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে পিয়ালসহ দুইজনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলার অপর আসামি বেজপাড়া আনসার ক্যাম্পের ইশারত।

মামলায় হাসিব রেজা উল্লেখ করেছেন, উপশহর মানসী সিনেমা হল মার্কেটে হাসিব ট্রেডিং নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আসামিরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় বৃহস্পতিবার বিকেলে একটি সাদা রঙের প্রাইভেটকারে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দিতে বলে। না দেয়ায় ক্যাশ ও মানি ব্যাগ থেকে ১০ হাজার টাকা ও ইজিবাইকের একটি ব্যাটারি নিয়ে যায়। ঘটনা কাউকে জানালে জীবননাশের হুমকি দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপশহর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এজাজুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরতলির আরবপুর থেকে শুক্রবার আশরাফুল আলম পিয়ালকে আটক করেন। পিয়ালের নামে চাঁদাবাজি ছাড়াও অস্ত্র, মাদক নানা ধরনের মামলা রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ