খুলনায় মোটরসাইকেলের পিছনে ট্রাকের ধাক্কা, একজনের মৃত্যু

আরো পড়ুন

খুলনায় আড়ংঘাটাতে ট্রাকচাপায় স্বরুপ কুমার দাস (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ আগস্ট) আড়ংঘাটা থানাধীন শহীদের মোড়ে এ ঘটনা ঘটে। ট্রাক আটক করতে পারলেও ঘাতক ট্রাকের ড্রাইভারকে আটক করতে পারেনি পুলিশ। নিহত বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতগা এলাকার হরিদাস কুমার দাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বরুপ কুমার দাস বাইপাস সড়ক দিয়ে গিলাতলার দিকে যাচ্ছিল। পিছন দিক থেকে আসা দ্রুতগামী মাল বোঝাই ট্রাক যার নম্বর (যশোর ট- ১১- ৪৪৩৪১০) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে এলাকাবাসী তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ভোর ৬ টা ৪০ মিনিটের দিকে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তাকে উদ্ধার করে খুমেক হাসপাাতালে প্রেরণ করা হয়। তিনি বাগেরহাট জেলার বেতাগা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেলযোগে ঝিনাইদাহ যাচ্ছিলেন। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিদিন তিনি খুব ভোরে বাগেরহাট থেকে ঝিনাইদহ গিয়ে অফিস করেন। ট্রাকটি স্থানীয় জনগণ আটক করতে পারলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। নিহতের লাশ মর্গে রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ