আশুলিয়ায় শিশুকে গলাকেটে হত্যা, ঝিনাইদহের বাবুল গ্রেফতার

আরো পড়ুন

সাভারের আশুলিয়ায় শিশু ইভাকে গলাকেটে হত্যাকারী ঝিনাইদহের বাবুল মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার বাবুল মোল্লা (৪৫) জেলার শৈলকূপা থানার আনন্দ নগর গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকার হেলাল উদ্দীনের বাড়ির ভাড়াটিয়া।

গত সোমবার (১ আগস্ট) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে সোমবার সকালে আশুলিয়ার ভাড়া বাসা থেকে বাবুলকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত ইভা (৩) লক্ষীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামের শাহিন হোসেনের মেয়ে। গার্মেন্টসকর্মী বাবা-মায়ের সঙ্গে ইভা ওই ভাড়া বাসায় বসবাস করত।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই মঙ্গলবার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকায় হেলাল উদ্দীনের বাড়িতে একটি গোসলখানায় শিশু ইভাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ওইদিনই নিহতের পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে প্রতিবেশী বাবুল মোল্লাসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছিল পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাবুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেফতার বাবুল মোল্লার বিষয়ে এরইমধ্যে আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। যা বিশ্লেষণ করে তার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। গ্রেফতার করে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামির রিমান্ড শেষে হত্যার কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ