প্রেমের টানে যশোরে আসা আমেরিকান ইঞ্জিনিয়ার প্রতিবেশীদের কাছে পাবেন লাখ লাখ টাকা

আরো পড়ুন

যশোরের কেশবপুরের মেয়ে রহিমার প্রেমের টানে আমেরিকান ইঞ্জিনিয়ার ক্রিস্ট মার্ক হোগল বাংলাদেশে এসে দেখতে দেখতে পাঁচটি বছর পার করেছেন। বিবাহিত জীবনের ১৩টি বছর পার করেছেন এ দম্পতি। ক্রিস্ট মার্ক বাংলাদেশে আসার পর প্রথম দিকে এ গ্রামের মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারলেও বর্তমানে সমাজের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। প্রতিনিয়ত তাদের জীবনযাপনে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করছেন এ দম্পতি।

ক্রিস্ট মার্ক ও রহিমার অভিযোগ, দেশে আসার পর প্রথম দিকে এলাকার মানুষেরা তাদের সাথে ভালো ব্যবহার করতেন। মাস কয়েক অতিবাহিত হয়ে যাবার পর ক্রিস্ট মার্ককে আমেরিকান ফরেনার দেখে বিভিন্ন সমস্যা, অজুহাত নিয়ে আর্থিক সহোযোগিতার জন্য প্রতিবেশীরা বাড়িতে আসতো এবং দ্রুত দেনা পরিশোধের আশ্বাস দিয়ে সরলতার সুযোগ নিয়ে ক্রিস্ট মার্কের নিকট থেকে টাকা ধার নিতো। ক্রিস্ট মার্কও সমস্যার কথা শুনে কাউকেই খালি হাতে ফেরত যেতে দিতেন না। পরবর্তীতে ধার দেয়া টাকা চাইতে গেলে নানা রকম হুমকি ধামকির সম্মুখীন হতে হয়েছে ক্রিস্ট মার্ক ও রহিমাকে। এ পর্যন্ত মেহেরপুর গ্রামে প্রতিবেশীদের কাছে মোট ৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা পাবেন বলে দাবি করেছেন ক্রিস্ট মার্ক।

এদিকে ক্রিস্ট মার্ক যশোরের কেশবপুরের মেহেরপুর গ্রামে আসার পর চারতলা বিশিষ্ট একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। যার এখন পর্যন্ত প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে বাড়ির চারটি ছাদের ঢালাই শেষ হতে না হতেই ক্রিস্ট মার্কের সিদ্ধান্তের পরিবর্তন ঘটে। মেহেরপুর গ্রামের চিকিৎসা ব্যবস্থা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দূরে হওয়ার বিষয়টি চিন্তা করে তিনি তার নির্মাণাধীন বাড়িটিকে একটি প্রাইভেট হাসপাতাল তৈরি করতে চান। হাসপাতালটির নাম দিতে চান রহিমা সৌলডারস্। তার এই হাসপাতালে আমেরিকান এবং বাংলাদেশী চিকিৎসকেরা সেবা দিবেন।

রহিমা বলেন, আমরা দেশে আসার পর কিছুদিন সামাজিকভাবে শান্তিতে বসবাস করছিলাম। আমার স্বামী ক্রিস্ট মার্কের সরলতার সুযোগ নিয়ে গ্রামের কিছু লোকজন তার থেকে কয়েক লাখ টাকা ধার নেয়। বিভিন্ন অজুহাত দেখিয়ে এ সব টাকা পয়সা ধার নিয়ে পরে আর দিতে অস্বীকার করে। তাদের কাছে টাকা চাইতে গেলে নানা রকম হুমকি ধামকির সম্মুখীন হতে হয়।

তিনি আরো বলেন, সাংসারিকভাবে আমি আমার স্বামী ক্রিস্ট মার্ক এবং আমার সন্তানদের নিয়ে সুখে থাকলেও সমাজ আমাদের একঘোরে করে দিচ্ছে। আমাদের ব্যবহার করে এখন আমদেরই দূরে সরিয়ে দিচ্ছে। ক্রিস্ট মার্ক খ্রিস্টান থেকে মুসলমান ধর্ম গ্রহণ করায় সমাজের অনেকে আমাদের আজেবাজে কথা বলে। ক্রিস্ট মার্কের সাথে বর্তমানে এলাকার অনেকে খারাপ আচার-আচরণ করে।

তিনি বলেন, ক্রিস্ট মার্ক এখানে একটি বাড়ি নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি তার এ সিদ্ধান্তের পরিবর্তন ঘটেছে। তিনি গ্রামের মানুষের কথা চিন্তা করে তার বাড়িটিকে একটি প্রাইভেট হাসপাতাল তৈরি করবে। আগামী এক বছরের মধ্যে এ হাসপাতাল তৈরির কাজ শেষ করবে বলে আশাবাদী তিনি।

ক্রিস্ট মার্ক হোগল বলেন, আমি অনেক সুখে আছি এখানে। আরো বেশি ভালো আছি রহিমাকে পাশে পেয়ে। আমি রহিমাকে একমুহূর্তেও চোখের আড়াল করতে পারি না।

তিনি আরো বলেন, এলাকার কিছু মানুষকে আমি টাকা দিয়েছিলাম। তারা আমাকে টাকা ফেরত দেয়নি এখনো। এ টাকা গুলো ফেরত না পেলে আমি খুব সমস্যায় পড়বো।

মেহেরপুর গ্রামের বাসিন্দা কবীর হোসেন বলেন, রহিমা এবং ক্রিস্ট হোগল খুব সুখে শান্তিতে আছে। তবে সামাজিকভাবে তাদের এ সুখী জীবনযাপনে অনেকে জটিলতা সৃষ্টি করছে। ক্রিস্ট মার্কের কাছে কেউ সাহায্য চাইতে এসে খালি হাতে ফেরেনি। তবে ক্রিস্ট মার্ক এলাকার মানুষদের অর্থ ধার দিয়ে উপকার করলেও এলাকার মানুষ তার প্রতিদানে তাকে হেয় প্রতিপন্ন করছে।

তুহিন হোসেন বলেন, ক্রিস্ট মার্ক একটি ভালো উদ্যোগ নিয়েছে যে এখানে তিনি একটি হাসপাতাল নির্মাণ করবে। তবে তিনি অনেক মানুষকে লাখ লাখ টাকা ধার দিয়েছেন। যেগুলো এখনো উদ্ধার হয়নি। এ সকল টাকা উদ্ধার হলে তার এ হাসপাতাল নির্মানে আরো সহজ হবে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এদিকে প্রতিবেশীদের বিরুদ্ধে রহিমার এমন অভিযোগের ভিত্তিতে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কেউই কথা বলতে চাননি। তবে অনেকে নাম না প্রকাশ করা শর্তে রহিমার এ সকল অভিযোগের সাথে একাত্ততা প্রকাশ করেছেন।

শুধু প্রতিবেশী নয়, বার বার বিভিন্ন সমস্যার কথা সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুক্তকে জানালেও তিনিও এ সকল অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেছেন রহিমা। এ সকল বিষয়ে কথা বলতে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুক্তকে না পেয়ে একাধিকবার তার মুঠোফোনে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম আরাফাত হোসেন বলেন, রহিমা এবং ক্রিস্ট মার্ক তারা দুজনের কেউই আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। তারা যদি এসে লিখিত অভিযোগ দেয় সেক্ষেত্রে টাকা লেনদেনের ডকুমেন্টস্ থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

প্রসঙ্গত, যশোরের কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত আবুল খার মেয়ে রহিমা খাতুন। শৈশবে বাবা-মার হাত ধরে অভাবের তাড়নায় পাড়ি জমান ভারতে। পশ্চিমবঙ্গের বারাসাতে তার মা অন্যের বাড়িতে কাজ করতেন। বাবা শ্রম বিক্রি করতেন। ১৩ বছর বয়সে বাবা তাকে বিয়ে দিয়ে দেন। একে একে তার কোলজুড়ে আসে তিনটি সন্তান।

সংসারে অভাব-অনটনের কারণে তার প্রাক্তন স্বামী গ্রামের জমি বিক্রি করে নিরুদ্দেশ হয়ে যান। বাধ্য হয়ে জীবিকার সন্ধানে মুম্বাই শহরে যান রহিমা। জীবিকার তাগিদে মুম্বাই শহরে থাকাকালীন হঠাৎ একদিন সন্ধ্যায় ক্রিস্ট মার্ক হোগলের সঙ্গে রহিমার পরিচয় হয়। প্রথম দেখাতেই রহিমাকে ভালো লেগে যায় তার।

হিন্দিতে দু-এক লাইন কথা বলার পর তারা আবার দেখা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ভালোলাগাটা আস্তে আস্তে ভালোবাসাতে রূপ নেয়। ছয় মাস প্রেমের পর তারা বিয়ে করেন। পরে তারা কেশবপুরের মেহেরপুর রহিমার বাবার ভিটায় ফিরে আসেন। সেখানেই দেখতে দেখতে পার করেছেন পাঁচটি বছর।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ