সাতক্ষীরা পুলিশে হাতে গ্রেফতার মানবতাবিরোধী অপরাধী আব্দুল হামিদ খান। রোববার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল হামিদ খান (৭৯) কালীগঞ্জের নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের মৃত নেছার উদ্দিন খানের ছেলে।
ওসি মোহাম্মদ হালিমুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে ট্রাইব্যুনাল আদালতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।

