ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ জুলাই) সকালে ফুল মার্কেটে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা সকল ইউনিয়নে স্বচ্ছ কমিটি গঠন করতে চাই। এখানে কোনো মাদকসেবী, চাঁদাবাজের ঠাঁই হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম লাবু, কামরুজ্জামান কামাল, সদস্য এইচএম ওমর শরীফ সাকী, মাহমুদ মুকুল, কাউন্সিলর ও সদস্য সাজ্জাতুল জামান রনি, জাহিদুল ইসলাম, শাহাদৎ হোসেন, প্রিন্স আহমেদ, মিন্টু মিয়া, মিজানুর রহমান ও ইবাদ আলী।

সম্মানিত অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাবেক ইউপি সদস্য তাজউদ্দিন তাজ, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মুনিরুল আলম মিশর।

গদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মুন্সী আবুল হোসাইনের সভাপতিত্বে কর্মী সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রনি আহমেদ।

এর আগে, গত ৮ জুলাই শংকরপুর ইউনিয়নে, ২৬ জুলাই হাজিরবাগ, ২৮ জুলাই ঝিকরগাছা সদর ও ৩০ জুলাই বাঁকড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ