মায়ের সঙ্গে অভিমান করে অনার্স পড়ূয়া শিক্ষার্থীর আত্মহত্যা

আরো পড়ুন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মায়ের সঙ্গে কথা কাটাকাটির পরে অভিমান করে নিজের রুমে বিষপান করেন আব্দুর রউফ ওরফে হৃদয় (১৯) নামে অনার্স পড়ূয়া শিক্ষার্থী।

পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩১ জুলাই) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

আব্দুর রউফ ওরফে হৃদয় উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হৃদয়ের বাবা আ. রাজ্জাক বলেন, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে মা রেখা আক্তার হৃদয়কে তার দুই বছরের ভাই রাফিকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসতে বলেন। এ নিয়ে মায়ের সঙ্গে হৃদয়ে কথা-কাটাকাটি হয়।

এরপর রাগ করে তার নিজে রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন হৃদয়। ঘরে থাকা কীটনাশক (বিষ) পান করেন।

পরে হৃদয় তার বন্ধু একই গ্রামের রানাকে (১৯) ফোনে করে বিভিন্ন বিষয়ে ক্ষমা চান। বিষয়টি রানার সন্দেহ হলে দৌড়ে এসে দেখতে পান রুমের দরজা বন্ধ। ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। সেখানে সারা রাত চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোর ৫টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহ হস্তান্তর এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ