সম্প্রতি আসাদুজামান মিঠুকে আহবায়ক করে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৭ জুলাই) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে সম্মেলনের তারিখও নির্ধারণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, আগামী মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন সফল করতে যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদুজামান মিঠুকে আহবায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবিরকে যুগ্ম আহবায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হলো।
এরপর থেকেই অসংখ্যা নেতা-কর্মী আত্মবিশ্বাসী প্রিয় নেতা আসাদুজামান মিঠুকে শুভেচ্ছা জানাতে ভিড় জমান জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে। এ সময় সকলেই হাতেই ছিল ফুলের তোড়া। আর তাদেরও উচ্ছ্বাস ছিল বাধভাঙ্গা। তারই বহিঃপ্রকাশ এই শুভেচ্ছা বিনিময়।

















