যশোর বাস মালিক সমিতির নির্বাচনে বদরুজ্জামান বাবলু সভাপতি ও এ এস এম আরিফ চাকলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) আর এন রোডস্থ সমিতির প্রধান কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৩ টা পর্যন্ত।
নির্বাচনে ১২৭ জন ভোটারের মধ্যে ১২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১১ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। সভাপতি পদে বদরুজ্জামান বাবলু ১০১ ভোট পেয়ে জয় লাভ করেন এবং তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পান ২২ ভোট।
সাধারণ সম্পাদক পদে এ এস এম আরিফ চাকলাদার ৪৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান ৪২ ও আরিফুল ইসলাম ৩৫ ভোট পান।
তিনটি সহসভাপতি পদে দৌলত হোসেন হান্নান ও সরোয়ার হোসেন ৬৩ করে এবং মোহন লাল কুণ্ডু ৬১ ভোট পেয়ে জয় লাভ করেন। তাদের দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুবেদার আনোয়ার হোসেন ৫৭ ও গোলাম মাওলা ৩৩ ভোট পান।
যুগ্ম-সম্পাদক পদে বদরুজ্জামান ৭১ ভোট পেয়ে জয় লাভ করেন এবং তার একমাত্র নিকটতম প্রার্থী বিশ্বজিৎ ঘোষ পান ৫১ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে শেখ জালাল উদ্দিন ৭৮ ভোট পেয়ে জয় লাভ করেন। তার একমাত্র নিকটতম প্রার্থী সাফায়েতুল ইসলাম পান ৪০ ভোট।
কোষাধ্যক্ষ পদে মাসুম হোসেন ৯১ ভোট পেয়ে জয় লাভ করেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুর রহিম রানা পান ৩০ ভোট।
ক্রীড়া ও প্রচার সম্পাদক অসিম কুমার দত্ত ৬৭ ভোট পেয়ে জয় লাভ করেন এবং তার একমাত্র নিকটতম প্রার্থী মেহেদী হাসান হিরু পান ৪৫ ভোট।
দুটি কার্যনির্বাহী সদস্য পদে সোহাগ রানা ৭৬ ও এনামুল হক ৬২ ভোট পেয়ে জয় লাভ করেন এবং তাদের একমাত্র নিকটতম প্রার্থী মুন্না হোসেন ৫৩ ভোট পান।
ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. ইসহক ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার অ্যাড. এস এম শরিফুল আলম মিলন ও পবিত্র কাপুড়িয়া।

