নিজস্ব প্রতিবেদক: যশোর বাস মালিক সমিতির নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নির্বাচনী মাঠ পরিদর্শনে যান বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, যুগ্ন সম্পাদক ইমদাদুল হক পল্টু, সদস্য মো: আব্বাস আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী এস এম রশীদ আলম বাবলু, শেখ মো: ইব্রাহিম, মনিরুজ্জমান পিংকু, মো: ইব্রাহিম হোসেন, মো: গফ্ফার হোসেনসহ আরও অনেকে।
এসময় তারা প্রার্থীদের সাথে মত বিনিময় করেন এবং সুস্থ, সুন্দর ও সফল ভোটের প্রত্যাশা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক জানান, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অবাধ নিরপেক্ষ গ্রহণমূলক ভোট গ্রহণের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় হয়েছে। আশা করছি ভালো নির্বাচন উপহার দিতে পারবো।
এদিকে আজ সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোটাধিকার প্রয়োগ করবেন ১২৭ জন ভোটার। সভাপতি-সম্পাদকসহ ১১টি পদের বিপরীতে ভোটের লড়াইয়ে নেমেছেন ২১ প্রার্থী। নতুন নাকি পুরনো নেতৃত্বে আসবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে বদরুজ্জামান বাবলু পুনরায় বর্তমান সভাপতি পদে বাস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান কিনা ভোট করছেন উড়োজাহাজ প্রতীকে। দুটি সহ-সভাপতি পদে গোলাম মাওলা খেজুরগাছ, সরোয়ার হোসেন ফুটবল, সুবেদার আনোয়ার হোসেন চেয়ার, মোহন লাল কুন্ডু হরিণ, দৌলত হোসেন হান্নান কলস প্রতীকে ভোট করছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএসএম আরিফ চাকলাদার দোয়াত কলম, মিজানুর রহমান গরুর গাড়ি ও আরিফুল ইসলাম বাইসাইকেল প্রতীকে লড়ছেন। একটি যুগ্ম সম্পাদক পদে বদরুজ্জামান প্রাইভেটকার ও বিশ্বজিৎ ঘোষ মাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি সহ-সাধারণ সম্পাদক পদে শেখ জালাল উদ্দীন ছাতা ও সাফায়েতুল ইসলাম দেয়াল ঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে মাসুম হোসেন তালা চাবি ও আব্দুর রহিম মনা বই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্রীড়া ও প্রচার সম্পাদকে অসিম কুমার দত্ত মোরগ ও মেহেদী হাসান হিরু টেবিল ফ্যান প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন । দুটি কার্যকরী সদস্যের বিপরীতে সোহাগ রানা, এনামুল হক মাইক ও মুন্না হোসেন আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন করছেন।
জাগো/এমআই

