অন্তঃসত্ত্বাকে কোপালো স্বামী, প্রাণ গেলো নবজাতকের

আরো পড়ুন

কিশোরগঞ্জের ভৈরব থানার নিউটাউন এলাকার একটি ভাড়া বাসায় কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মিতু আক্তার (১৮) কুপিয়ে গুরুতর জখম করেছে তার স্বামী জাহেদ মিয়া (৩২)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত নারী একটি মৃত সন্তান প্রসব করেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে।

আহতের বোন ঝুমুর বেগম জানান, আমার বোন আট মাসের অন্তঃসত্ত্বা। দুই বছর আগে জাহেদ মিয়া (৩২) নামের ছেলের সঙ্গে বিয়ে হয়। তার আগের স্বামীর ঘরের আড়াই বছরের খাদিজা নামের একটি কন্যা সন্তান রয়েছে। ওই সময় তার কন্যা সন্তানটি আমার মায়ের কাছে ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমার বোনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে রান্নাঘর থেকে বঁটি নিয়ে এসে আমার বোনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে জাহিদকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করে।

রক্তাক্ত অবস্থায় আমার বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত দেড়টার দিকে তার একটি মৃত পুত্র সন্তান হয়।

তিনি জানান, জাহেদ ভাঙারির বিভিন্ন জায়গা থেকে মালামাল কুড়িয়ে দোকানে বিক্রি করে পাশাপাশি নেশা করতে। এই নিয়ে আমার বোনের সঙ্গে প্রায় সময় ঝগড়া লেগেই থাকত।

ওই ইউনিটের চিকিৎসক জানিয়েছেন, এক সপ্তাহ পরে তার আবার অপারেশন লাগবে। এই সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাগতে পারে বলেও জানান চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় মৃতর স্বামীকে ভৈরব থানা পুলিশ আটক করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ