যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা যশোর ডিবি পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল ও অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (২৩ জুলাই) দুপুরে যশোর ডিবি পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।
গ্রেফতারকৃত হলেন যশোরের বাঘারপাড়ার করিমপুর গ্রামের মফিজুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম (২০), মণিরামপুরের জামজামি গ্রামের মিজানুর রহমানের ছেলে শোয়েব হোসেন (২০), সদর উপজেলার কিসমত নোয়াপাড়ার বাদশা কসাইয়ের ছেলে হৃদয় হোসেন (২০), মণিরামপুরের তারুয়াপাড়া গ্রামের শওকত আলী মোল্লার ছেলে বোরহান হোসেন (২৩) এবং ঝিকরগাছার কাশীপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে আনসার আলী (৩৫)।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশনায় ধারাবাহিক মোটরসাইকেল চোর চক্রকে আটকে মাঠে নামে ডিবি পুলিশের একটি চৌকস দল। শুক্রবার (২২ জুলাই) বিকাল তিনটার দিকে যশোর শহরের মনিহার সিনেমা হলে সামনে থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ। এরই সূত্র ধরে এদিন রাত দেড়টা পর্যন্ত যশোরের সদর উপজেলা মনিরামপুর ঝিকরগাছা এবং মাগুরায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের পাঁচ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
রুপন কুমার সরকার আরো জানান, আসামিদের হেফাজত থেকে ৬টি চোরাই মোটরসাইকেল, মোটরসাইকেলের ১০টি জাল রেজিষ্ট্রেশন সনদপত্র, মোটরসাইকেল ক্রয় বিক্রয় জাল দলিল, জাল রেজিস্ট্রেশন সনদ তৈরির সরঞ্জাম, লেমিনেটিং মেশিন, মোটরসাইকেল খোলার সরঞ্জাম, কালার স্প্রে, চোরাই কাজে ব্যবহৃত মোবাইল ফোন, চোরাই গাড়ির ডিজিটাল নাম্বার প্লেটসহ চোরাই গাড়ি ক্রয় বিক্রয়ের নগদ ৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন।

