খুলনায় কচা গাছে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

আরো পড়ুন

খুলনায় ফয়সাল (১৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ওই যুবক নগরের ৪ নং মাছ ঘাট এলাকার জালাল শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়সাল দিনমজুর ছিলেন। কাজ না থাকলে মা বাবার ওপর নির্ভর করতে হয়। গত কয়েকদিন ধরে তিনি মানসিক অশান্তিতে ছিলেন। বাইরে না গিয়ে বাসায় অবস্থান করতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে ৭ টায় ফয়সালের দেহ ঘর সংলগ্ন একটি কচা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে সুরাতহাল রির্পোট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

খুলনা থানার এসআই বিশ্বজিত বসু বলেন, সকালে ফয়সালের মামা জাহিদ খুলনা থানায় ফোন দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। ঘর সংলগ্ন টিউবওয়েলের পাশের একটি কচা গাছের সাথে ঝুলে ছিল তার মরদেহ। ফয়সাল মায়ের কালো রংয়ের একটি ওড়না গলায় পেচিয়ে ঝুলে ছিল ফয়সালের দেহ। ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেনি। এর আগে দুই বার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয় ফয়সাল। তবে আত্মহত্যার সকল সিমটম ঘটনাস্থলে পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ