৫২ বছর বয়সে চতুর্থ বিয়ে জেনিফার লোপেজের!

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তার গান, অভিনয় আর শরীরী আবেদনের ভক্ত অগণিত। জনপ্রিয় এই তারকা আবারও বিয়ে করেছেন। ৫২ বছর বয়সে এসে তিনি প্রাক্তন এক প্রেমিকের গলায় মালা পরিয়েছেন।

সেই প্রেমিক আবার হলিউডের তারকা অভিনেতা বেন অ্যাফ্লেক। যিনি জেনিফারের চেয়ে বয়সে তিন বছরের ছোট। লাস ভেগাসে গত শনিবার (১৬ জুলাই) বিয়ে করেছেন এই তারকাদ্বয়।

এটি জেনিফারের চতুর্থ বিয়ে। এর আগে তিনি মার্ক অ্যান্থনি, ক্রিস জুড ও ওজানি নোয়াকে বিয়ে করেছিলেন। অন্যদিকে বেন অ্যাফ্লেকের দ্বিতীয় বিয়ে এটি। এর আগে তিনি অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন।

জেনিফার ও অ্যাফ্লেকের সম্পর্কের গতিপথ একটু ব্যতিক্রম। ২০০১ সালের দিকে প্রেমে জড়িয়েছিলেন তারা। এরপরের বছর বাগদানও সারেন। ঘোষণা দেন, শিগগিরই বিয়ে করবেন। কিন্তু ২০০৪ সালের জানুয়ারিতে ভেঙে যায় সম্পর্ক। দু’জন আলাদা পথ বেছে নেন।

এরপর কেটে যায় দীর্ঘ ১৮ বছর। দু’জনই নিজেদের মতো নতুন সম্পর্কে যুক্ত হন, বিয়ে করেন এমনকি সন্তানের জনকও হন। তবে নিয়তির চাকা ঘুরেফিরে তাদেরকে এক করে ফেলল। গেল বছর আবারও তাদের সম্পর্কে জোড়া লাগে। এবার আর ভাঙন নয়, সোজা বিয়ে সেরে নিলেন তারা।

জেনিফারের বিয়ের সাজ প্রকাশ্যে আনেন তার ঘনিষ্ঠ বন্ধু, হেয়ারস্টাইলিস্ট ক্রিস অ্যাপলটাউন। তিনি ইনস্টাগ্রামে অভিনেত্রীর ব্রাইডাল লুক শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, একটি সাধারণ সাদা বিয়ের গাউনে ঘুরে বেড়াচ্ছেন জেনিফার। ভিডিওর ক্যাপশনে ক্রিস লিখেছেন, ‘বিয়ের আগে শেষ মুহূর্তের অনুভূতি।’

ভিডিওতে জেনিফারকে ক্রিস জিজ্ঞেস করেন, কেমন অনুভব করছেন? উত্তরে জেনিফার বলেন, ‘অদ্ভূত অনুভূতি।’

বিয়ের পোশাক নিয়ে জেনিফার জানান, বিয়েতে পরার জন্য এই পোশাকটি তিনি অনেকদিন ধরে যত্ন করে রেখেছেন। অবশেষে সেই শুভদিনটি এলো।

এদিকে বিয়ের পরই নিজের নামের পদবি পরিবর্তন করেছেন জেনিফার লোপেজ। এখন থেকে নিজেকে তিনি জেনিফার অ্যাফ্লেক বলেই অভিহিত করছেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ