৮ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম!

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৮ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শম্পা বেগম (২৬) নামে এক প্রসূতি।

সোমবার (১৮ জুলাই) রাতে শহরের কুইন্স হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি। এক সঙ্গে চার সন্তানের জন্ম হওয়াতে শম্পা বেগমের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। শম্পা বেগম উপজেলার বসুন্দিয়ার মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্যার স্ত্রী।

তবে একসঙ্গে চার শিশু জন্ম নেয়ায় একটি শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কম হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় শিশুটির উন্নত চিকিৎসার জন্য রাতেই আদ্-দ্বীন হাসপাতালে রেফার করা হয়।

শম্পার পরিবার সুত্রে জানা যায়, সোমবার দুপুরে শম্পার প্রসবব্যথা উঠলে তাকে দ্রুত কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে নয়টার দিকে ডা. প্রতিভা ঘরাই’র তত্ত্বাবধায়নে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে চার সন্তান প্রসব করেন তিনি। দুটি পুত্র ও দুটি কন্যা সন্তানের জন্ম দেন শম্পা। শম্পা ও তিন শিশু বর্তমানে সুস্থ রয়েছেন।

শম্পা জানান, ‘তার স্বামী মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্যার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি বেজায় খুশি। চার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।’

হাসপাতালের চিকিৎসক ডা. প্রতিভা ঘরাই বলেন, ‘নবজাতকদের স্বাভাবিক ওজন হলো আড়াই কেজি। কিন্তু এই চার নবজাতকের মধ্যে একজনের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাকে আদ-দ্বীন হাসপাতালে রেফার করা হয়েছে। ওই শিশুটি দ্রুত সুস্থতা লাভ করবে বলে আমরা আশাবাদী।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ