নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগ, গ্রেফতার ৫

আরো পড়ুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে মুদি দোকানির বিতর্কিত পোস্ট দেয়া নিয়ে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) সকালে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, দিঘলিয়া গ্রামের রাসেল মৃধা (৩৮), তালবাড়িয়া গ্রামের সাঈদ শেখ (৫৫), লুটিয়া গ্রামের কবির গাজী (৪০), বয়রা গ্রামের মাছুম বিল্লাহ (৩৪) ও বাটিকাবাড়ী গ্রামের রেজাউল শেখ (৪০)।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে সাহাপাড়ায় গত ১৫ জুলাই জুম্মার নামাজের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আকাশের গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করে লোকজন। বিকেলে উত্তেজনা আরো বাড়ে এবং সন্ধ্যায় ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে সাহাপাড়ার কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে ২০০ থেকে ২৫০ জনকে। এ নিয়ে এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা করা হয়।

তিনি আরো জানান, হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযান চলমান রয়েছে। বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ