করোনাভাইরাসে শনাক্ত-মৃত্যু দুটোই কমেছে

আরো পড়ুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯০০ জনের।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার। তাদের মধ্যে দুই জন পুরুষ ও দুজন নারী।

রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২৩৪ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জনে।

এর আগে গতকাল করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন মারা যান। আর করোনা শনাক্ত হয়েছে ১ হাজার সাতজনের।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। ৮ হাজার ৯১টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ১২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৪ হাজার ৯৬০ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ