গোপালগঞ্জে মধুমতী নদীর ওপর দেশের প্রথম ছয় লেনের কালনা সেতু সেপ্টেম্বরে উদ্বোধন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী।
শুক্রবার দুপুরে কালনা সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সচিব বলেন, এক মাসের মধ্যে কালনা সেতুর কাজ শেষ হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে দিনক্ষণ ঠিক করে সেপ্টেম্বরে এ সেতু উদ্বোধন করা হবে।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের দ্বারখ্যাত কালনা সেতুর উদ্বোধন হলে বেনাপোল বন্দরের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। বেনাপোল, যশোর, ঝিকরগাছা, পাইকগাছাসহ ওইসব এলাকার মানুষ কম খরচে কালনা সেতু ও পদ্মা সেতু হয়ে অল্প সময়ে ঢাকায় যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারবেন।
আমিন উল্লাহ নূরী এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউৎ, সওজ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস।
২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধুমতী নদীর কালনা পয়েন্টে ছয় লেনের এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকার অর্থায়নে কালনা সেতু নির্মাণ চলছে।
জাপানের টেককেন করপোরেশন ও ওয়াইবিসি এবং বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড যৌথভাবে এ সেতু নির্মাণ করছে। কালনা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯৫৯ দশমিক ৮৫ কোটি টাকা।

