আলী রেজা রাজুর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া

আরো পড়ুন

যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিক আলী রেজা রাজুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের এই দিনে (১৫ জুলাই) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুবার্ষিকীতে সকালে শহরের ঘোপ সেন্ট্রালরোডস্থ কবরস্থানে তার কবরে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং বিকেলে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া বাদজুমা শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ জামে মসজিদে দোয়া মাহফিল ও আলী রেজা রাজুর নিজ গ্রাম সদরের কাশিমপুরে গণভোজ ও এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, আলী রেজা রাজু দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি ষাটের দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসেন। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। যশোর জেলা বিএনপির সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং সে বছর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি হন। তিনি ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ