বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলে যশোরের দুই ক্রিকেটার

আরো পড়ুন

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পেয়েছে যশোরের দুই ক্রিকেটার। ডাক পাওয়া দুই ক্রিকেটার হল ওপেনিং ব্যাটার ও লেগস্পিনার আজিজুল হাকিম তামিম ও বাঁহাতি পেসার রাহুল হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যশোর জেলা কোচ আজিমুল হক এই নিশ্চিত করেছেন।

আজিমুল হক বলেন, চলতি মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ভারতের আসাম সফরের কথা রয়েছে। সেই সফরের জন্য ২৫ দল দেয়া হয়েছে। আজ (শুক্রবার) থেকে এই ক্রিকেটারদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) রিপোর্টিং করতে হবে।

সম্প্রতি শেষ হওয়া অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে খুলনা বিভাগের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করে যশোরের দুই ক্রিকেটার।

পরে অনূর্ধ্ব-১৭ চ্যালেঞ্জ কাপের একমাত্র ইনিংসে সেঞ্চুরি করেন তামিম। বল হাতে দুই ইনিংসের পাঁচ উইকেট নেন রাহুল।

তামিম যশোর শহরের বারান্দীপাড়া কদমতলা মোড়ের মুহাম্মদ হুসাইনের ছেলে। রাহুল যশোর সদর উপজেলার বানিয়ালি গ্রামের জসীম হোসেনের ছেলে। দুজনই যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। দুইজনেরই ক্রিকেটের হাতে খড়ি হয়েছে যশোর ক্রিকেট কোচিং সেন্টারে।

আজিমুল হক আরও জানান, ঘরোয়া ক্রিকেটে বয়স ভিত্তিক ক্রিকেট লিগ চালু করা গেলে আরও বেশি সাফল্য পাওয়া সম্ভব। জেলার ক্রিকেটের উন্নতির জন্য এই জায়গাটি হচ্ছে টার্নিং পয়েন্ট। জেলা ক্রীড়া সংস্থার ভাবনায় এমনটি রয়েছে বলে মত প্রকাশ করেন এ প্রশিক্ষক।

দলে ডাক পাওয়ায় তরুণ এই দুই ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য শামীম এজাজ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ