২৪ ঘণ্টায় হাসপাতালে ৫১ ডেঙ্গুরোগী ভর্তি

আরো পড়ুন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন মোট ১৭৯ জন ডেঙ্গুরোগী।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।

নতুন ডেঙ্গুরোগীর মধ্যে ৪১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ছয়জন। আর ১০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া মোট ১৭৯ ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৪০ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের (২০২২ সাল) ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক হাজার ৫৭৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে এক হাজার ৩৯৯ জন হাসপাতাল থেকে ছাড়া পান

এর আগে চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।

২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ